ডিপ্লোমা ইন আকিটেকচার টেকনোলজি || Diploma in Architecture Technology
ড্রয়িং হচ্ছে ইঞ্জিনিয়ারিং-এর ভাষা। আর্কিটেকচার শব্দের বাংলা আভিধানিক অর্থ স্থাপত্যবিদ্যা বা স্থাপত্যকলা। এটি এমন একটি কলা কৌশল যার মাধ্যমে আর্কিটেক্ট সুনির্দিষ্ট স্থাপত্য বিষয়ক দিকগুলো বিবেচনা করে শৈল্পিক দৃষ্টিভঙ্গিকে কাজে লাগিয়ে সমস্ত নকশা প্রণয়ন করেন। সাইক ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি-এর আর্কিটেকচার টেকনোলজির রয়েছে আধুনিক ব্যবহারিক যন্ত্রপাতি। উন্নত প্রযুক্তির মাধ্যমে মর্যাদাপূর্ণ এই টেকনেঅলজিতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে আর্কিটেক্টদের বিভিন্ন কনস্ট্রাকশন ফার্ম , ডেভেলপার কোম্পানি ও স্থাপত্য অধিদপ্তরসহ সরকারড অ্যাকাডেমিক পরিবেশে অবস্থিত অত্র বিভাগের শিক্ষার্থীরা দক্ষ প্রকৌশলী হিসেবে গড়ে ওঠে নিবেদিতপ্রাণ শিক্ষকদের সযত্ন পরিচর্যায়।