আধুনিক প্রযুক্তি ও ICT এর অগ্রযাত্রার সাথে সঙ্গতি রেখে ডিজিটার বিশ্বে টেলিকমিউনিকেশনের অবদান এখন আকাশ ছোয়ায়। স্যাটেলাইট, টিভি স্টেশন, রেডিও স্টেশন, মোবাইল ফোন, ইন্টারনেট, রাডার সহ IT এর অবদানের কারনে বিশ্ব এখন হাতের মুঠোয়। উন্নত প্রযুক্তি ও ডিজিটাল স্যাটেলাইট টেলিকমিউনিকেশন খাতে এনে দিয়েছে অভূত পরিবর্তন। BTRC, BTCL, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, আবহাওয়া অধিদপ্তর, অপটিক্যাল ফাইবার ক্যাবল কোম্পানি, টিভি ও রেডিও চ্যানেল, মোবাইল অপারেটর, ডিজিটাল মার্কেটিং সহ সরকারী ও বেসরকারী কোম্পানিগুলোতে সৃষ্টি হয়েছে চাকুরির ক্ষেত্র। এই খাত গুলোতে প্রয়োজন দক্ষ টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারদের। সরকারী হিসাব অনুযায়ী বাংলাদেশে প্রায় ১ কোটি মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে টেলিকমিউনিকেশন এর সাথে জড়িত। বাংলাদেশ সরকারের ICT খাতে ব্যাপক উন্নয়নের চিন্তা থাকলেও দক্ষ ইঞ্জিনিয়ারদের সংখ্যা খুবই অপ্রতুল। দিন যত বাড়ছে ঠিক ততই বাড়ছে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারদের প্রয়োজনীয়তা। তাই টেলিকমিউনিকেশনে অপেক্ষা করছে আপনার সন্তানের জন্য উজ্জল ভবিষ্যৎ।